মহাপরিচালক,উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা মহোদয়ের ২৮/০৬/২০১৮ খ্রি তারিখের ৯৭ নম্বর স্মারকমূলে SDG – ৪ এবং ৭ম Five Year plan বাস্তবায়নের লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা সাব-সেক্টর কর্মসূচির আওতায় ৬৪ জেলায় ৬৪ টি জীবিকায়ন ও জীবন ব্যাপী শিখন কেন্দ্র নির্মাণ এবং দেশের প্রতিটি ইউনিয়ন সহ অন্যান্য স্থানে ৫০২৫ টি স্থায়ী কমিউনিটি লার্নিং সেন্টার (সি এল সি) নির্মাণের অংশ হিসেবে মাদারীপুর জেলায় ভূমি ক্রয়/অধিগ্রহন সংক্রান্ত তথ্য প্রেরণ করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সমূহে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা পূর্বক যোগাযোগ অব্যাহত আছে। উল্লেখ্য ,জেলা পর্যায়ের জন্য ৩ থেকে ৩.৫ একর এবং প্রতিটি ইউনিয়নের জন্য ১ থেকে ১.৫ বিঘা ভূমি ক্রয়/অধিগ্রহনের বিষয়ে তথ্য প্রেরণের নির্দেশনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস