Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বর্তমানে মেৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪জেলা) নামেএকটি প্রকল্প বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে । প্রকল্পের আওতায় শিবচর ও  রাজৈর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে । শিবচর উপজেলায় বাসাবো জনকল্যাণ সংস্থা ও রাজোইর উপজেলায় সমাধান সমাজ উন্নয়ন ২টি এনজিও এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।শিবচর মোট নিরক্ষর সংখ্যা ৩১২২৮ জন, তার মধ্যে নারী নিরক্ষর ১৮১৭৯ জন, পুরুষ নিরক্ষর ১৩০৪৯জন এবং রাজৈর উপজেলায় মোট নিরক্ষর ২১০৪৭ জন , নারী নিরক্ষর১০৮৩৮ জন ,পুরুষ নিরক্ষর ১০২০৯ জন । মাঠ পর্যায়ে উদ্বুদ্ধকরণ ও যোগাযোগ কার্যক্রম  অব্যাহত রয়েছে । প্রতিটি উপজেলায় ১৮০০০ জন শিক্ষার্থী জন্য ৩০০টি করে কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলোতে ৬ মাস ব্যাপী পাঠদান করা হবে।

প্রতিটি উপজেলায় ৬০০জন করে শিক্ষক  ও ১৫ জন করে শিক্ষক নীয়োগ করা হয়েছে। সেপ্টেম্বর/২০১৮ এর মধ্যে শিক্ষক- সুপারভাইজারদের  ৫ দিন ব্যাপী  প্রশিক্ষণ প্রদান শেষে অক্টোবর/২০১৮ এর মধ্যে কেন্দ্রসমূহে  পাঠদান শুরু করা সম্ভব হবে ।